উচ্ছে/করলা এমন একটা সব্জি যাতে প্রচুর পরিমাণে ভিটামিন-সি এবং এন্টিভাইরাল তত্ত্ব পাওয়া যায়. যা আমাদের রোগের সাথে লড়াই করতে সাহায্য করে. উচ্ছে/করলা আমাদের জন্য কতটা উপকারী আসুন এবার সেটা দেখা যাক.
সবুজ শাক-সব্জি আমাদের শরীরের জন্য খুবই উপকারী,কারণ এর ভেতরে প্রচুর পরিমাণে পুষ্টিকর উপাদান থাকে. উচ্ছে/করলা এমন একটা সব্জি যাতে প্রচুর পরিমাণে ভিটামিন-সি এবং এন্টিভাইরাল তত্ত্ব পাওয়া যায়. যা আমাদের রোগের সাথে লড়াই করতে সাহায্য করে. উচ্ছে/করলা আমাদের জন্য কতটা উপকারী আসুন এবার সেটা দেখা যাক.
Listen to the latest songs, only on JioSaavn.com
আমাদের শরীরে আঘাত লাগলে অনেক সময় তা থেকে ক্ষতের সৃষ্টি হতে পারে, সেই ক্ষত দূর করার জন্য করলা পাতা বেটে নিয়ে তা সামান্য গরম করে নিন এবং ক্ষতের ওপর প্রলেপ লাগিয়ে বেঁধে রাখুন. অনেক সময় আমাদের মুখে ফোসকার সৃষ্টি হয়, করলা পাতা বেটে নিয়ে তার সাথে মুলতানি মাটি মিশিয়ে ফোসকার ওপর লাগিয়ে দিন, একদম ঠিক হয়ে যাবে.
Post a Comment
Thank You For Your Comment.